গাজীপুরের শ্রীপুরে আ.লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব মিজানুর রহমান খানের ২১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মরহুম মিজানুর রহমান খান এই জনপদে আ.লীগ রাজনীতি প্রতিষ্ঠার অন্যতম পথিকৃত ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি নিকটজন হিসেবে সুপরিচিত ছিলেন।
তিনি দলটির দুর্দিনের দু:সময়ের অন্যতম কাণ্ডারী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর হিসেবে শুধু এই জনপদেই নয় দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা বিস্তারে এবং ধর্মীয় অগ্রযাত্রায় অনন্য ভূঁমিকা রেখে গেছেন।
গাজীপুর-৩ আসন এলাকায় তিনি অসংখ্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেমন নির্মাণ করেছিলেন তেমনি বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়, মসজিদ, মাদরাসা ও এতিমখানা নির্মাণ করেন।
শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজ তার অনন্য কৃর্তির মধ্যে অন্যতম। যা নারী শিক্ষার দ্যূতি ছড়াচ্ছে। এছাড়া রেজিস্ট্রি অফিসের জমিদাতা তিনি।এই জনপদে অগনীত প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ,আর্থিক সহায়তা প্রদান, বনিক সমিতি প্রতিষ্ঠা, নরসিংদীতে মসজিদ নির্মাণ, মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে জমিদান ও ভবন নির্মাণ, ১৯৮৩ সালে রাণী এলিজাবেথকে বৈরাগীরচালা স্বনির্ভর গ্রাম ও প্রাথমিক বিদ্যালয়ে এনে নিজ গ্রামকে বিশ্বসভায় পরিচিত করান তিনি।
বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ এই মহান মানুষটির ২১তম প্রয়ান দিবসে তার সমাধী জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয় ক্যাম্পাসে তার জীবন ও স্বর্ণালী কর্মময় জীবন নিয়ে আলোচনা, স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও স্কুলটির জনপ্রিয় শিক্ষক মোহসিন পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিজানুর রহমান খানের সুযোগ্য উত্তরসূরী,স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আ.লীগের সদস্য আলহাজ্ব এ কে এম সাখাওয়াত হোসেন খান।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ: প্রভাষক মুস্তা হাদিউল, মহিলা আ.লীগ নেত্রী আঞ্জুমান আরা শিউলী, উপাধ্যক্ষ আ. বাতেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান, সাবেক ধর্ম শিক্ষক ও মরহুমের ভাই কামরুজ্জামান খান, সিনিয়র প্রভাষক আ. আজিজ, মরহুমের ছেলে মাঈনুল হোসেন খান প্রমুখ।
বাবু/জেএম