চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় নারী ও শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) রাত ৮টার দিকে বাঁশখালী-চট্টগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন আনুমানিক ২৫ বছরের নারী এবং আরেকজন আনুমানিক ১৭ বছরের ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আনোয়ারা থেকে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাবু/জেএম