ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হাসানের নেতৃত্বে জুয়া খেলায় ৬ হাজার ২ শত টাকা জরিমানা, জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টায় সলিমগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, উপজেলার ধরাভাঙ্গা গ্রামের মজনু মিয়ার ছেলে সুমন মিয়া (৩৯), রাজনগর গ্রামের কালা মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮) ও ইমাম নগর গ্রামের অরুন মিয়ার ছেলে রাজীব আহমেদ (২৮)।
সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হাসান জানান, পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বাবু/জেএম