মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল কুড়িগ্রাম জেলা পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১২:৩৯ PM

চার মাস আগে হারিয়ে যাওয়া মো. উজ্জ্বল হোসেন (৯) নামের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।


বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


উজ্জ্বল হোসেন গাইবান্ধা সদর উপজেলার কিসমত মালী বাড়ি ইউনিয়নের সরকারটারী গ্রামের দিনমজুর মো. হামিদুল ইসলামের ছেলে।


পুলিশ জানায়, কুড়িগ্রাম রেলস্টেশন চত্বরে উজ্জ্বল হোসেন নামের শিশুটি এলোমেলোভাবে চলাফেরা করছিল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে রেলস্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।


এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, শিশুটি নিজের নাম আর জেলা গাইবান্ধা ছাড়া কিছু বলতে পারছিল না। এসপি স্যারের নির্দেশে অনেক খোঁজ করে শিশুটির পরিবারের সন্ধান পাই। পরে শিশুটির পরিবার কুড়িগ্রাম থানায় এলে শিশু সুরক্ষা সমাজকর্মী মো. রবিউল ইসলামের উপস্থিতিতে শিশুটিকে নতুন জামাকাপড় পরিয়ে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। এরকম মানবিক কাজ করতে পেরে ভালো লাগছে।


শিশুটির চাচা মো. লুৎফর রহমান বলেন, আমার ভাতিজা উজ্জ্বল চার মাস আগে বাড়ি থেকে হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ কুড়িগ্রাম সদর থানা পুলিশের মাধ্যমে ভাতিজাকে খুঁজে পেলাম। তার বাবা কাজ করতে চট্টগ্রামে গেছেন। পুলিশকে অনেক ধন্যবাদ।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত