বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
লালমনিরহাট সিভিল সার্জন অফিসে ভ্যাক্সিনেশনের সাড়ে ৩ লাখ টাকা গায়েব
রকিবুল ইসলাম রুবেল, লালমনিরহাট
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ২:৩১ PM
লালমনিরহাট জেলা সিভিল সার্জন অফিসে ভুয়া বিল ভাউচারে ভ্যাক্সিনেশন প্রোগ্রামের ৩ লাখ ৫২ হাজার ৯ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিভিল সার্জন নির্মেলন্দু রায় ও তার সাগরেদ নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে।

জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে সিভিল সার্জন অফিসে ভ্যাক্সিনেশন কার্যক্রমের ৩ লাখ ৫২ হাজার ৯ টাকা বরাদ্দ আসে। কিন্তু ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা না করে সিভিল সার্জন নির্মেলন্দু রায়ের আস্থাভাজন গোপনীয়তা শাখার স্টেনো টাইপিস্ট নারায়ণ চন্দ্রের মাধ্যমে ভুয়া বিল ভাউচার করে পুরো টাকা আত্মসাৎ করেন।

নাম প্রকাশ না করার শর্তে একই অফিসের এক কর্মচারী জানান, ২০২১-২০২২ অর্থ বছরে লালমনিরহাট সিভিল সার্জন অফিসের মাধ্যমে কোন ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা না করে ৩ লাখ ৫২ হাজার ৯ টাকা নাম মাত্র ভাউচারে আত্মসাৎ করেন সিভিল সার্জন নির্মেলন্দু রায় ও তার সাগরেদ স্টেনো টাইপিষ্ট নারায়ণ চন্দ্র। এই টাকার ভাগবাটোয়ারা অফিসের অন্য স্টাফরা না পাওয়ায় এতদিন পরে ঘটনাটি প্রকাশ পায়।

এ বিষয়ে স্টেনো টাইপিস্ট নারায়ণ চন্দ্র রায় বলেন, ভ্যাক্সিনেশন কার্যক্রমের ৩ লাখ ৫২ হাজার ৯ টাকা ভাউচার করে তোলা হয়েছে। টাকার বিষয়ে আমি জানি না। এই টাকা সিভিল সার্জন স্যারের কাছে আছে।

সিভিল সার্জন নির্মেলন্দু রায়ের বক্তব্য জানতে দেখা করার চেষ্টা করেও দেখা পাওয়া যায়নি। বার-বার তার ব্যবহৃত মোবাইলে কল করা হলে তিনি ফোন কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তিনি সিন করে উত্তর দেননি।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত