বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
কালিহাতীতে পাগল রাম গোপাল আশ্রমের রন্ধনশালা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৯:৩১ AM
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার সিলিমপুর শ্রী শ্রী পাগল রাম গোপাল ব্রহ্মচারী আশ্রমের রন্ধনশালা ও আনন্দবাজার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ওই আশ্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় সিলিমপুর শ্রী শ্রী পাগল রাম গোপাল ব্রহ্মচারী আশ্রমের সভাপতি ডা. সুধীর চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে লিটন, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আশ্রম-সিলিমপুর শ্রী শ্রী পাগল রাম গোপাল ব্রহ্মচারী আশ্রমের সাধারণ সম্পাদক কার্তিক সরকার দয়াল, উপদেষ্টা হরিমোহন পাল, হরে কৃষ্ণ পাল, সোহেল রানা, নজরুল ইসলাম, ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি সুর্য কান্ত সরকার, কোষাধ্যক্ষ নিতীশ চন্দ্র পন্ডিত, সহকারী কোষাধ্যক্ষ তুষার পাল ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব সরকার।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত