মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বালিয়াকান্দিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৯:২২ AM
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষাপেল নবম শ্রেণির এক ছাত্রী।

শুক্রবার (২ জুন)  বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। 

জানাযায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মো. তালেক মন্ডলের ছেলে মো. রুবেল মন্ডল (২১) সাথে নবম শ্রেণির ওই ছাত্রীর বিবাহ সম্পাদনের আয়োজন করে আসছিল। 

বাল্য বিবাহের সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান বিবাহ বন্ধ করে দেন। এবং ভ্রাম্যমাণ আদালতে বরকে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে উভয়পক্ষ ভবিষ্যতে বাল্যবিবাহের উদ্যোগ নিবে না বলে মুসলেকা দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, বর ও কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বলা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ছাত্রীকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। পাশাপাশি গ্রামবাসীকে বাল্যবিবাহ না দেয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত