বরিশাল জেলার উজিরপুর পৌরসভার দক্ষিণ মাদার্সি গ্রামে ১ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিন মাদার্সি গ্রামের মো. ফয়সাল হাওলাদারের স্ত্রী জোসনা বেগম (২২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এজাহার থেকে জানা যায় ৩ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল আলমের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মিলন, এসআই তরুণ কুমার ও পুলিশ সদস্যদের নিয়ে গাজা সম্রাজ্ঞী জোসনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনার করেন। বিষয়টি টের পেলে জোসনা বেগম পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এ সময় মহিলা পুলিশ সদস্য মাকসুদা বেগম এর সহায়তায় আটক করলে তার শরীর বিশেষভাবে রক্ষিত এক কেজি ২৫ গ্রাম উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনা উজিরপুর থানায় এসআই খাইরুল আলম বাদী হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। উজিরপুর থানার ওসি তদন্ত মো. তহিদুজ্জামান সোহাগ জানান, জোসনা স্বামী ফরহাদ হোসেন হাওলাদার কিছুদিন আগে জেলা ডিবি পুলিশের হাতে মাদক দ্রব্যসহ আটক হয়ে জেল হাজতে রয়েছে। উজিপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. কামরুল হাসান জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
-বাবু/এ.এস