মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দুর্ঘটনাস্থল পরিদর্শন মোদির, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৬:৪৬ PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশা রাজ্যের বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আজ শনিবার এই পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, এই দুর্ঘটনায় দায়ীদের ‘কঠোর শাস্তি দেওয়া হবে’। খবর  এনডিটিভির।

মোদি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।’

এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনা এটি। এতে অন্তত ২৬১ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন।
সেখানে কটক জেলার একটি হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছেন মোদি।  

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওড়িশার বালাসোরে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়। বলা হচ্ছে, মানুষের ভুলের কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ ঘটনায় আহত ও নিহতদের উদ্ধারে ১৮ ঘণ্টা সময় লেগেছে উদ্ধারকারীদের।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত   নরেন্দ্র মোদি   ট্রেন দুর্ঘটনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত