শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
গুচ্ছে নকল করায় খাতা বাতিল শিক্ষার্থীর
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ জুন, ২০২৩, ৮:২০ AM

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় নকলের অভিযোগে মোহাম্মদ মিনহাজ হোসেন নামে এক পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।


শনিবার গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি বলেন, ওই শিক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের পিছনে পেন্সিল দিয়ে বিভিন্ন সূত্র লেখা ছিলো। পরীক্ষা কক্ষে দ্বায়িত্বরত শিক্ষক বিষয়টি জানানোর পর ওই শিক্ষার্থীর খাতা প্রক্টর অফিসে আনা হয় এবং সে সময়ই খাতা বাতিল করা হয়। পরে তার অভিভাবক মুচলেকার মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থীকে মুক্ত করে নিয়ে যান।


মুচলেকায় ওই শিক্ষার্থী নিজের অপরাধ শিকার করে ভবিষ্যতে এ ধরনের কাজে যুক্ত না হওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে খাতা বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায় নেই বলেও উল্লেখ করেন ওই শিক্ষার্থী।


এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এটি খুবই গুরুতর অভিযোগ; দায়িত্বরত শিক্ষক পেন্সিল দিয়ে বিভিন্ন সূত্র লেখা রেজিষ্ট্রেশন কার্ডটি আমাকে দেখিয়েছে। নকল করায় তার উত্তরপত্রটি বাতিল করা হয়েছে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত