গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় নকলের অভিযোগে মোহাম্মদ মিনহাজ হোসেন নামে এক পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
শনিবার গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
মুচলেকায় ওই শিক্ষার্থী নিজের অপরাধ শিকার করে ভবিষ্যতে এ ধরনের কাজে যুক্ত না হওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে খাতা বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায় নেই বলেও উল্লেখ করেন ওই শিক্ষার্থী।
এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এটি খুবই গুরুতর অভিযোগ; দায়িত্বরত শিক্ষক পেন্সিল দিয়ে বিভিন্ন সূত্র লেখা রেজিষ্ট্রেশন কার্ডটি আমাকে দেখিয়েছে। নকল করায় তার উত্তরপত্রটি বাতিল করা হয়েছে।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |