মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
পৌরসভা নির্বাচন
কক্সবাজারে সরগরম ভোটের মাঠ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রবিবার, ৪ জুন, ২০২৩, ৫:২৪ PM আপডেট: ০৪.০৬.২০২৩ ৫:২৫ PM

*স্মার্ট শহর গড়ে তোলার প্রতিশ্রুতি নৌকা প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীর
*সুষ্ঠু ভোটে জয়ের আশা নাগরিক কমিটির মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের

ভোটারদের মন জয় করতে সকাল থেকে গভীররাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া মেয়রপ্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। শহরবাসীর জন্য নতুন নতুন কি করা যায়, তা নিয়েও চলছে ভোটারদের সঙ্গে নানা সমীকরণ। সব মিলিয়ে সরগরম এখন ভোটের মাঠ।

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী রবিবার (৪ জুন) সকাল থেকে পৌর শহরের ১নং ওয়ার্ড সমিতি পাড়া থেকে শুরু করে মাটিয়াতলী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে আপনাদেরকে আধুনিক এবং স্মার্ট পর্যটন শহর উপহার দেব৷ কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এ শহরের উন্নয়নে কাজ করে যাব৷ পৌরসভার জনগনের সকল ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করব৷ সন্ত্রাস এবং দখল মুক্ত শহর গড়ে তুলব৷

অপরদিকে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মাসেদুল হক রাশেদ রবিবার দুপুর ২টায় পৌরশহরের লালদিঘীপাড়, টেকপাড়া, বার্মিজ মার্কেট ৪নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বলেন, আমার বাবা এ অঞ্চলের একজন জনপ্রিয় এবং গরিব দুঃখী মানুষের বন্ধু ছিলেন৷ আমি তার সন্তান৷ আমাকে যদি আপনারা নারিকেল গাছ মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে মেয়র নির্বাচিত করেন তাহলে শহরবাসীর জন্য জীবনের সবটুকু দিয়ে সেবা করে যাব৷

আওয়ামী লীগ সমর্থকরা বলছেন, উন্নয়ন চাইলে আওয়ামী লীগের বিকল্প নেই। তাই নৌকার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। এ দিকে নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ'র সমর্থকরা বলছেন, নারিকেল গাছ মার্কার বিকল্প নেই। ভোট সুষ্ঠু হলে কেউ স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদকে ঠেকাতে পারবে না। বিপুল ভোটে নির্বাচিত হবে নারিকেল গাছ প্রার্থী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও বরাবরের মতই ভোটের প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতীক নৌকা আর নাগরিক কমিটির মনোনীত প্রার্থীর প্রতীক নারিকেল গাছ প্রার্থীর মধ্যে।

তারা আরো বলেন, এখনো পর্যটন শহরে দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস রয়েছে এসব থেকে মুক্তি পেতে চায় আমরা। আগামী ১২ জুন মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাহলে নগরীতে নতুন এক নগরপিতা আসবে।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মোট ৪৩ টি ভোট কেন্দ্রে ২৪৪ টি বুথ রয়েছে। এছাড়া অস্থায়ী আরো ১৪ টি বুথ রয়েছে। কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার

এছাড়াও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ৫৬ সাধারণ ওয়ার্ডের এবং ১৬ জন সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা ৷

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন জানান, আগামী ১২জুন কক্সবাজার পৌর নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে। মোট কেন্দ্র ৪৩টা৷ তন্মধ্যে কিছু কেন্দ্রকে আমরা অতীব গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছি৷

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত