পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের চরবাশুরী গ্রামে ২০২০ সালে সরকার প্রতিষ্ঠিত করেন আশ্রয়ণ। সেই আশ্রয়ণের কাছাকাছি কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় ওই আশ্রয়ণের শিশুরা স্কুলে যায় না। ফলে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।
ঠিক তখনই কাউখালীর প্রবীন শিক্ষা উদ্যোক্তা আ. লতিফ খসরু শিশুদের নিয়ে বাড়তি আনন্দ দিতে ভাসমান নৌকায় শিক্ষা কার্যক্রম শুরু করেন। রবিবার চরবাশুরী প্রান্তে নদী পাড়ে ভাসমান নৌকায় শিক্ষা কার্যক্রম শুরু করেন আ. খসরু। এতে কোমলমতি শিশুরা আনন্দের মধ্য দিয়ে লেখাপড়া শেখার সুযোগ পেলো।
জানা যায়, পিরোজপুরের কাউখালী উপজেলার চরবাশুরী আশ্রয়ণ ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত সেখানে সরকার থেকে ৪৬টি ঘর নির্মাণ করা হয়। বাকি কিছু ঘর নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। ওই আশ্রয়ণ থেকে প্রায় চার কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ফলে চরবাশুরী আশ্রয়ণের শিশুরা দিনে দিনে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
চরবাশুরী বসবাসরত কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মনিরার বাবা মনির হোসেন বলেন, চরবাশুরী আশ্রয়ণের কাছাকাছি কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুরা স্কুলে যেতে চায় না। তাই আশ্রয়ণের আশেপাশে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আহবান জানান।
উদ্যোক্তা আ. লতিফ খসরু বলেন, আশ্রয়ণে বসবাসরত শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। তাই তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমার এই উদ্যোগ।
বাবু/জেএম