পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে অভিযান চালিয়ে ৫ মণ নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (৪ জুন) বিকেলে উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্যবন্দর সংলগ্ন এলাকা থেকে এসব মাছ জব্দ করে নিজামপুর কোস্টগার্ড। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, এসব মাছ কেটে শুঁটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিলো ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, জব্দকৃত মাছ বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে নিজামপুর কোস্টগার্ড আলীপুর শুলিজ সংলগ্ন স্থানে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। নদী ও সাগরে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |