নীলফামারীর ডোমার পৌরসভার সর্বস্তরের জনগণকে নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সন্ধ্যায় ডোমার বাজারস্থ রুবেল চত্বরে সভার আয়োজন করেন ডোমার পৌরসভা।
পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।প্যানেল মেয়র সেলিম রেজা, কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমনসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত থেকে বক্তব্য দেন।
প্রসঙ্গত; সম্প্রতি পৌর সভা এলাকায় অটো, ব্যাটারি চালিত রিকশা ও ভ্যানে চাঁদা তোলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। উল্লেখিত বিষয়টিতে সচেতনতা ও পৌর কর দেওয়া লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেন ডোমার পৌরসভা।
বাবু/জেএম