ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের একটি সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার পরই সেই মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে বিহার রাজ্যেই এক বছরে দুটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেতুটি ২০১৪ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্বোধন করেছিলেন। এটি রাজ্যের সুলতানগঞ্জ এবং খাগরিয়া জেলাকে সংযুক্ত করেছে।
এরই মধ্যে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে এ ঘটনায় দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।
ভাগলপুর জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেছেন, ‘আমি তথ্য পেয়েছি যে নির্মাণাধীন সেতুটির ৪-৫টি পিলার ভেঙে পড়েছে। প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে।’
এ ঘটনার জের ধরে রাজ্যের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী অভিযোগ করেছেন, নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারের দুর্নীতি চরম মাত্রায় পৌঁছেছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে বেগুসরাই জেলার বুড়ি গণ্ডক নদীতে একটি সেতু ভেঙে পড়ে। ওই সময় সেতুটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে না দেওয়ায় হতাহত এড়ানো গিয়েছিল।
বাবু/জেএম