কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে 'আধিপত্য বিস্তারকে' কেন্দ্র করে এক রোহিঙ্গাকে গলায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ৷
৫ জুন রাত ৩ টার দিকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে কুতুপালং ক্যাম্প-৬ এর ব্লকসহ বাইতুল আমান মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান।
নিহত বশির আহম্মদ (১৯) উখিয়ার কুতুপালং ক্যাম্প ৬ এর সি-৯ ব্লকের রহমত উল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শেখ মোহাম্মদ আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ভিকটিম বশির আহম্মদ (১৯), উখিয়ার কুতুপালং ক্যাম্প ৬ এর সি-৯ ব্লকের রহমত উল্লার ছেলেকে গলায় গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
থানার এসআই কাউছার হামিদ সংবাদ পাইয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে হাজির হইয়া মৃত বশির আহম্মদ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল লাশ পাঠানো হয়েছে৷
এ সংক্রান্তে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী৷
-বাবু/এ.এস