কক্সবাজারের টেকনাফ সদরের উত্তর ডেইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃত নারী টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর ডেইলপাড়ার লেডু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল আনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক বাড়ি ও বসতঘর তল্লাশি করে ওই নারীর ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সর্বমোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম