গাজীপুরের শ্রীপুরে বাবার কাভার্ডভ্যানের চাপায় ছেলে তন্ময় হোসেন মেহেদী (২৩) নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার ভিকার ইলেকট্রনিক্স কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় হোসেন মেহেদী চাঁদপুর সদর উপজেলার হামান কদরী গ্রামের মিজানুর রহমান বাবুলের ছেলে। সে তার বাবার সঙ্গে কাভার্ডভ্যানের সহকারী হিসেবে ওই কারখানায় মালামাল দিতে গিয়েছিল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) তাজমুল করিম বলেন, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ভিকার ইলেকট্রনিক্স কারখানার মালামাল নিয়ে আসেন তন্ময় হোসেন মেহেদী ও তার বাবা। কারখানায় মাল আনলোড করতে দুপুর হয়ে যায়। পরে কারখানা থেকে বের হতে গেটপাসের জন্য ছেলেকে স্টোর সেকশনে পাঠান। কারখানা কর্তৃপক্ষের গেটপাস দিতে লেট হওয়ায় ছেলে বাবাকে না জানিয়ে গাড়ির নিচে ছায়ায় শুয়ে ঘুমিয়ে পড়েন। বাবাও গাড়িতে বসে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে গাড়ি কারখানা থেকে বের করার জন্য চালু করলে গাড়ির নিচে থাকা ছেলে চিৎকার দেয়। এ সময় তিনি গাড়ি থামিয়ে ছেলেকে মৃত দেখতে পান।
গাড়ির নিচে ছেলের ঘুমিয়ে থাকার বিষয়টি তিনি জানতেন না। ধারণা করছিলেন ছেলে গেট পাসের জন্য স্টোর অফিসেই অবস্থান করছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম