ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষক/খামারীদের দ্বারপ্রান্তে সহজে সেবা পৌছে দিতে পৌর এলাকার নুরজাহান প্লাজাতে এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ ও ভ্যাটেনারী কর্মকর্তা তানজিলা ফেরদৌসি লিমা।
এসময় আরও উপস্থিত ছিলেন এগ্রো সলিউশন সেন্টারের কনসাটেন্ট সৈকত হাসান, শানিনুর আলম, ওমর ফারুক, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা রুকুনুজ্জামান বাপ্পী, শাহিনুর রহমান, তুহিনুর আলম প্রমুখ।
বাবু/জেএম