বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
রায়পুরে জমি নিয়ে বিরোধ
নিরাপত্তা হীনতায় ভুগছে গ্রাম পুলিশ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১:৫৯ PM আপডেট: ০৬.০৬.২০২৩ ২:০১ PM
লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিজানুর রহমান (৩৪) নামের এক গ্রাম পুলিশ প্রতিপক্ষের হামলা ও হুমকির ভয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

অভিযোগকারী মিজান উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নস্থ ২নং ওয়ার্ডের তনু উল্যাহ মিঝি বাড়ির হাছান আহাম্মদের ছেলে, সে ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদে বর্তমানে কর্তব্যরত একজন গ্রাম পুলিশ। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানাযায়, তাদের একই বাড়ির গোলাম আজম ও তার ছেলে শাকিল (৩৩) এবং সুমন (৪০) দ্বয়ের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত কিছু বিরোধ চলে আসছিলো,উক্ত বিরোধের জের ধরে বিভিন্ন সময় উল্লেখিত প্রতিপক্ষগণ অকথ্য ভাষায় গালমন্দসহ তাহাকে হত্যা করিয়া গুম করে ফেলার ভয় দেখিয়ে আসছিলো। এবং সর্বশেষ গত ৩ জুন শনিবার বিকালে সামান্য কথা কাটাকাটির এক পর্য্যায়ে তারা দলবদ্ধভাবে লাঠিসোঁটা নিয়ে মিজান ও তার পরিবারের উপর আক্রমন চালায়। 

এসময় মিজান ও তার পরিবার ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতর পালিয়ে গেলে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে ঘরের স্টিলের দরজা ভাঙচুর করার চেষ্টা চালায়, এসময় বাড়ির অন্যান্য লোকজন চিৎকার চেঁচামেছি শুনে এগিয়ে আসলে অভিযুক্তরা স্থান ত্যাগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে (গ্রাম পুলিশ) মিজান রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান। মিজান রাতের বেলায় স্থানীয় এলাকায় পাহারাদারের দায়িত্ব পালন করেন বিধায় উক্ত ব্যাক্তিদ্বয়ের হামলায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে একই ওয়ার্ডের ইউপি সদস্য শিপন মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান। এবং উভয় পক্ষকে নিয়ে এ বিষয়ে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি। ঘটনার বিষয়ে জড়িতদের সাথে যোগাযোগের জন্য বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী মিজান ও তার পরিবারের জীবনের নিরাপত্তা স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত