‘মজবুত পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই শ্লোগানে নীলফামারীর ডোমারে ৭ জুন হতে আগামী ১৩ জুন র্পযন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে নিজস্ব হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ আয়োজন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামরুল হাসান নোবেল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন স্যানেটারি ইন্সপেক্টর আল আমিন রহমান।
বাবু/জেএম