নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৭ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে সদর ইউনিয়নের ভরতপুর এলাকা থেকে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ-সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামের মুস্তফা কামালের ছেলে আশিক মিয়া (২২)।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ১৬২ বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে এ-সময় তার সহযোগী একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম