ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সঙ্গে লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে এই উপজেলায়। কিছুটা স্বস্তি বোধ করেছেন মানুষ।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরের দিকে বৃষ্টি নামে। ঘন্টাব্যাপি এই বৃষ্টিপাতের সাথে বজ্রপাতও হয়েছে। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমবে বলেও আশা করছেন মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বৃষ্টির ছবি ও ভিডিও দিয়ে স্বস্তি প্রকাশ করেন।
স্থানীয় সাংবাদিক হাসান মাহমুদ পারভেজ বলেন, বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে। আমরা কয়েকদিন ধরেই আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেছিলাম। আল্লাহ আমাদের বৃষ্টিপাত দিয়েছে।
আখাউড়া স্থলবন্দর এলাকার তরুণ ব্যবসায়ী জাবেদ ভুঁইয়া (সকাল) বলেন, টানা ১৭ দিন দাবদাহের পর আজকে বৃষ্টি হচ্ছে, এতে করে অনেকটা স্বস্তি পাচ্ছি। আল্লাহ আমাদের এই প্রচণ্ড গরম থেকে মুক্তি দেবেন।
বাবু/জেএম