খুলনা মহানগরীতে রৌদ্রের দাপট না থাকলেও সারাদিন ছিল ভ্যাপসা গরম। এই গরমের মধ্যে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বেরিয়ে পড়েন গণসংযোগে। সকাল ১০টায় তিনি তিনি নগরীর খালিশপুর বৈকালী বাজারে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
সকাল ১১টায় তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় অভিভাবকদের সঙ্গে মতবিনিয়ম এবং বেলা ১২টায় দৌলতপুর অ্যাডামস অডিটোরিয়ামে বেসরকারি সংস্থা অ্যাডামসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে তিনি ৯ নম্বর ওয়ার্ডের বাস্তুহারায় গণসংযোগ করেন। এসব জায়গায় তালুকদার আব্দুল খালেক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, ভোটারদের প্রতি আমাদের কোনো চাপ নেই। প্রতিপক্ষ মেয়র প্রার্থীরা ভোটারদের ওপর চাপ প্রয়োগের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছে। আমি মনে করি বিগত সময়ে খুলনায় যে উন্নয়ন হয়েছে সেটি দেখে এবং এই ধারা অব্যহত রাখতে মানুষ আবার নৌকায় ভোট দেবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি, নিক্সন মার্কেট, মুহসিন মোড়, রেলিগেট, মানিকতলা, সোনালী গেট, ফুলবাড়িগেট বাজার ও সেনপাড়াসহ নগরীর বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তৃতা করেন। এসব জায়গায় ভোটারদের উদ্দেশে মাওলানা আব্দুল আউয়াল বলেন, সিটির বরাদ্দকৃত হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়। আগামী সিটি নির্বাচনে দুর্নীতি-দুঃশাসন ও চোরদের বিরুদ্ধে ভোট বিপ্লব করতে হবে।
জাকের পার্টির মেয়র প্রার্থী এস এম সাব্বির হোসেন নগরীর মিস্ত্রিপাড়া, নিরালা, দোলখোলা ও গল্লামারী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি আধুনিক ও পরিকল্পিত খুলনা গড়তে গোলাফ ফুল মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক রূপসা মাছ ঘাট, রূপসা চরবস্তি, ১ নম্বর কাস্টমস ঘাটসহ নগরীর বিভিন্ন এলাকায় টেবিল ঘড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
মধুর ২২ দফা নির্বাচনী ইশতেহার: গ্রীণ-ক্লিন ও ডিজিটাল খুলনা গড়াসহ ২২ দফার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা সিটির জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. শফিকুর রহমান মধু। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে বাংলাদেশের শ্রেষ্ঠ সিটি করপোরেশনে পরিণত করবেন। কেসিসির সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কেসিসিকে ওয়াসা, কেডিএ, পেট্রোবাংলা, খুলনা জেলা প্রশাসন, মেট্রো ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে খুলনা মহানগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। গতকাল দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ২২ দফা ইশতেহারের অন্যান্য দফাগুলো হচ্ছে, কেসিসির এরিয়া বর্ধিতকরণ ও বিশ্বরোডের সঙ্গে নগরীর একাধিক বাইপাস নির্মাণ, নগরীর ২২ খালসহ ময়ূর নদী খনন ও ময়ূর নদী কেন্দ্রিক নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণে কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং শিক্ষাবৃত্তি, মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা প্রদান প্রভৃতি।
বাবু/জেএম