রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ১০১২ (এক হাজার বার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম (৪৩) ও মো. রহমান মল্লিক (২০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত সিরাজুল জেলা সদরের বাগমাড়ার দক্ষিণ পাড়া গ্রামের মো. মুছা মিয়ার ছেলে, এবং মো. রহমান মল্লিক মাটিপাড়া ইউনিয়নের রায়নগর গ্রামের মো. খোয়াজ মল্লিকের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে বাড়মাড়া দক্ষিণ পাড়া এলাকা থেকে আনুমানিক ৩ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১০১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ও রহমানকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবির এসি মো. মনিরুজ্জামান খান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
বাবু/জেএম