নেত্রকোনার কেন্দুয়ায় পৌর শহরে পুকুরের পানিতে ডুবে সেতু আক্তার নামে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি শুক্রবার (৮ জুন) সকাল সাড়ে নয়টার দিকে কেন্দুয়ার পৌর শহরে টেঙ্গুরি পশ্চিমপাড়া মহল্লায় ঘটে। নিহত সেতু আক্তার পৌরশহরের টেঙ্গুরি পশ্চিমপাড়া মহল্লার মৃত পলাশ মিয়ার কন্যা। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পারিবার বরাত দিয়ে কেন্দুয়া থানা উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দত্ত বলেন, ঘটনার সময়ে নিহত শিশুটির মা শেলি আক্তার বসতঘরে সেলাই কাজ করছিলেন। এরই ফাঁকে শিশুটি ঘর থেকে বেরিয়ে যায়। খেলা করতে করতে এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পরে যায়। স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে।
উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কিন্তু শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন কাজের জন্য পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কেন্দুয়া থানা পুলিশ।
-বাবু/এ.এস