দীর্ঘ অপেক্ষা এবং তাপদাহের পর স্বস্তির বৃষ্টি এলো রাজধানী ঢাকায়। তীব্র গরম এবং লোডশেডিং থেকে কিছুটা মুক্তির জন্য যেখানে রাজধানীবাসী অপেক্ষা করছিল বৃষ্টির জন্য। বৃহস্পতিবার গুড়ি গুড়ি বৃষ্টি হলেও যেন গরম থেকে স্বস্তি মিলছিল না। অবশেষে শুক্রবার সকালে এল কাঙ্খিত বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের ৯ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দেশে সাধারণত মে মাসের শেষে টেকনাফ হয়ে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। পরদিন এটি চট্টগ্রাম, এরপর সিলেট এবং ধীরে ধীরে দেশে বিস্তৃত হয়। তবে এটি আসার সময়ের হেরফের হয়। বিশেষ করে গত কয়েক বছরে এটি আসছে দেরিতে। তাই তাপপ্রবাহ এ সময়টায় বেড়ে যাচ্ছে।
-বাবু/এ.এস