চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় টাস্কফোর্সের অভিযানে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি হেরোইন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক দুই কোটি টাকা। এর আগে গত শনিবার (৪ জুন) ভাটিয়ারী এলাকা থেকে একইভাবে একটি যাত্রীবাহী বাস থেকে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন জব্দ করে প্রশাসন।
শুক্রবার (৯ জুন) ভোর ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে সুপার-সনি বাস থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। ঢাকা মেট্রো ব-১৫-৫৬১৫ নম্বরের ওই বাসটি জব্দ করা হয়েছে।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি দল এই অভিযানে অংশ নেয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সুপার-সনি নামের একটি যাত্রীবাহী গাড়ি উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় আটক করে তল্লাশি চালানো হয়। অভিযানে ওই বাসে একটি বাদামি কাগজের ব্যাগে মোড়ানো ১১টি ছোট ছোট পলিপ্যাকেটে এসব হেরোইন উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, এটিই আমাদের নিয়মিত অভিযানের একটি অংশ। বাসটিতে তল্লাশি করে দুই কোটি টাকার মূল্যের দুই কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তবে বাসে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, এখনো এজহার পাইনি। এজহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাবু/জেএম