শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
নবীনগরে বীর মুক্তিযোদ্ধার নামে সেতু নামকরণের দাবি
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ১১:১৭ PM
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা মাহবুবুল আলমের ১৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর উপজেলার দৌলতপুর মার্কেট প্রাঙ্গণে মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতী আমজাদ হোসেন আশরাফী, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বায়েজিদ আহাম্মদ, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের গভর্নি বডির সদস্য ফখরুল আলম টনিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. রুপ মিয়া, সাবেক মেম্বার মো. আবু কালাম, আব্দুল জলিল, মো. শফিউল্লাহ্ প্রমুখ।  

স্মরণসভায় বক্তাগণ মাহবুবুল আলমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করার পাশাপাশি গত ২০২১ সালের স্মরণ সভায় নবীনগরের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপির প্রতিশ্রুত অনুযায়ী সিতারামপুর টু মনতুলি নির্মিতব্য সেতুটি মাহবুবুল আলম সেতু নামকরণের দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

স্মরণসভা সঞ্চলনা করেন মাহবুবুল আলম স্মৃতি সংসদের সহ-সভাপতি সাংবাদিক এম. নুরুল আলম সরকার। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. আব্দুল্লাহ্ আল মাহমুদ।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত