প্রচারণার শেষ দিনে সাহাব উদ্দিন সিকদারের টেবিল ল্যাম্প প্রতীকের পথসভা ও মিছিলে হাজারো জনতার সমাগম হয়েছে। মিছিলের যেদিকে তাকায় সেদিকেই মানুষ আর মানুষ৷ বিজয় ঠেকানোর শত ষড়যন্ত্র উপেক্ষা করে ৫ নং ওয়ার্ডের হাজারো নারী ও পুরুষ ভোটার যোগ দিয়েছেন সাহাব উদ্দিনের নির্বাচনী শেষ মিছিলে।
শনিবার বিকেল ৩টায় নির্বাচনী শেষ পথসভা ও মিছিলে ৫ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া থেকে শুরু হয়ে তারাবনিয়ার ছড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসএম পাড়া বড় পুকুর স্টেশনে এসে শেষ হয়।
এর আগে জনগণের প্রিয় প্রার্থী সাহাব উদ্দিনের সমর্থনে শেষ নির্বাচনী পথসভা ও গণমিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে হাজারো জনতা। খণ্ডখণ্ড গণ-জমায়েতে অপেক্ষা করতে থাকে টেবিল ল্যাম্প প্রতীকের কর্মী-সমর্থকরা।
পরে সাহাব উদ্দিনের সাথে মিছিলে যোগ দিয়ে জনশ্রুত সৃষ্টি করে তারা। হাতে প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার ও টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নানা স্লোগানে মুখরিত হয় রুমালিয়ার ছড়ার প্রধান সড়ক।
মিছিল শেষে ৫নং ওয়ার্ডের এসএম পাড়ায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় যুবনেতা আলমগীর, গোদার পাড়া ঐক্য পরিষদের সভাপতি হাবিব উল্লাহ, জেলা নির্মাণ শ্রমিক উন্নয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নবাব, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম আলী।
সভায় তারা বলেন, "নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। কোন এক প্রার্থীর একক অভিযোগ আমলে নিয়ে প্রশাসনের আচরণ হয়রানিমূলক। আমরা চাইবো নির্বাচন সামনে রেখে মামলা দিয়ে আমাদের কর্মীদের প্রতি অন্যায় না করুক।
কাউন্সিলর প্রার্থী সাহাব উদ্দিন সিকদার তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, "আমার বিজয় সুনিশ্চিত জেনে আমার প্রতিপক্ষ প্রার্থীরা ষড়যন্ত্রের ছক একেঁছে। প্রভাব ও পেশিশক্তির প্রয়োগে আমাকে নির্বাচনে হারানোর অপচেষ্টা জনগণ মেনে নিবে না। জনগণ আমার সাথে আছে জেনে তাদের ঘুম হারাম হয়েছে। জনবিচ্ছিন্ন হয়ে এখন নির্বাচনে জেতার পথ খোঁজছে তারা৷
সাহাব উদ্দিন সিকদার তার কর্মী সমর্থকদের আটকের অভিযোগ এনে তিনি বলেন, "নির্বাচন কমিশন ও প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সফল হলে নিঃসন্দেহে এটি যুগান্তকারী নির্বাচন হবে।
বাবু/জেএম