মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম মুকুল
আমাকে ভোট দিন, শুক্রবারেও পরিচ্ছন্নকর্মী থাকবে
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩, ১২:৫৭ PM
কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের উট পাখি মার্কার কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম মুকুল বলেন, আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন৷ আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের প্রত্যেকটি এলাকাকে আধুনিক এবং পরিস্কার রাখতে সরকারি বন্ধেরদিন শুক্রবারেও পরিচ্ছন্নকর্মী থাকবে। 

তিনি বলেন, যার দৃষ্টান্ত দীর্ঘ দুই বছরের ময়লা আজকে একদিনে পরিস্কার করেছি৷ শনিবার রাত ৮টার দিকে শেষ নির্বাচনী প্রচারণা করে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম মুকুল বলেন, আমি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডের কস্তোরাঘাট এলাকায় ব্রিজের দুই পাশের যে জায়গা রয়েছে সেখানে পর্যটন স্পট করার জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। 

কাউন্সিলর প্রার্থী আরও বলেন, আমার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী নৌকা মার্কার মেয়র প্রার্থীর নাম বিক্রি করে আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। এবং ভোটারদের বিভ্রান্ত করছে। প্রশাসনের কাছে সুষ্ঠু ভোট উপহার দেয়ার জন্য তিনি বিনীত অনুরোধ জানান। 

সংবাদ সম্মেলনে উট পাখি মার্কার সমর্থকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত