শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
কক্সবাজার পৌরসভায় ভোট আগামীকাল
প্রশাসন ভোট কতটা সুষ্ঠু আয়োজন করতে পারে সেদিকে সবার নজর
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩, ৫:৫৭ PM আপডেট: ১১.০৬.২০২৩ ৬:০২ PM
৪৩টি কেন্দ্রের সবকটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে ভোট নেওয়া হবে)  
          
ভোটার ৯৫,৩৮৬, ভোটকেন্দ্র ৪৩, ওয়ার্ড ১২, মেয়র প্রার্থী ৫ জন, সংরক্ষিত নারী প্রার্থী ১৬জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর প্রার্থী ৫৭ জন

১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন থাকবে।
     

বহুল আলোচিত কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সোমবার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর ও পর্যটকের প্রধান আকর্ষণ জনবহুল এই শহরে আগামীর কাণ্ডারি কে হবেন সেই ফয়সালা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কক্সবাজার শহরবাসী। পুরোপুরি ইভিএমে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের জন্য এটা যেমন জয়-পরাজয়ের লড়াই, তেমনি জাতীয় নির্বাচন সামনে রেখে এটা নির্বাচন কমিশনের (ইসি) জন্য এক কঠিন পরীক্ষাও। নিজেদের সক্ষমতা প্রমাণের চ্যালেঞ্জ তাদের সামনে। স্থানীয় নির্বাচন হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে যাওয়া কক্সবাজার পৌরসভার এই ভোটের ওপর অনেক হিসাব-নিকাশ মেলানোর বিষয়ও জড়িত। 

শুধু রাজনৈতিক দলগুলো নয়, কক্সবাজারের সাধারণ মানুষরা তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে। আবার কক্সবাজারের স্থানীয় রাজনীতিতে নানা সমীকরণও তৈরি হয়েছে ভোটের পূর্বমুহূর্তে। শেষপর্যন্ত কে কোন কৌশল থেকে ফায়দা তুলবেন অথবা সাজানো ফাঁদে পড়ে যাবেন সেটাও পরিষ্কার হয়ে যাবে আগামীকাল।

এদিকে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে ইসি কতটা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পারে সেদিকে নজর রাখছেন সকলে। অনেকেই মনে করেন, কক্সবাজারের জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেনসহ প্রশাসনের জন্য একটি 'কঠিন পরীক্ষা'। এই নির্বাচনের ওপরই আগামী দিনের রাজনীতির গতি-প্রকৃতি অনেকখানি নির্ভর করছে বলে তাদের ভাষ্য।

কক্সবাজা পৌরসভার ভোটে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নেওয়ায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হচ্ছে না- এমনটা ভেবে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেকেই। তবে বিএনপির দলীয় প্রার্থী না থাকলেও জয়ের জন্য নৌকার প্রার্থীকে অনেক কাঠখড়
পোড়াতে হবে- এমন আভাস ভোটের মাঠ থেকে যথেষ্টই মিলছে। 

বিএনপির দলীয় প্রার্থীর অনুপস্থিতিতে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ হয়ে উঠেছেন মাহাবুবুর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী। এই দুজনের পাশাপাশি হেলমেট মার্কা নিয়ে ভোটের লড়াই জমিয়ে রেখেছেন মঙ্গল পাটির চেয়ারম্যান হিসেবে পরিচিত জগদীশ বড়ুয়া। তবে মাহাবুবুর রহমান চৌধুরী ও মাসেদুল হক রাশেদকে ঘিরেই শেষ মুহূর্তে নানা হিসাব-নিকাশ চলেছে। কালো টাকা, অন্তর ও নীরব সমর্থন ইত্যাদি পাল্টে দিতে পারে ভোটের সহজ-সরল হিসাবগুলোকে। 

যদিও মাহাবুবুর রহমান চৌধুরী জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তার দাবি, নাগরিকসেবা বঞ্চিত কক্সবাজারবাসী দখলবাজ ও চাঁদাবাজের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত হয়ে আছেন। নৌকায় ভোট দিয়ে তারা সঠিক কাজটিই করবেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ফল যাই হোক আমি মেনে নেব। নির্বাচনের সার্বিক পরিবেশ, পরিস্থিতি ও প্রত্যাশা নিয়ে বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ফল যাই হোক আমি মেনে নেব।

কক্সবাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন বাংলাদেশ বুলেটিনকে বলেন, কক্সবাজারে ভোটগ্রহণের দিন প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা হবে। ভোট চলাকালে যদি কেউ অনিয়মের অভিযোগ করে, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কক্সবাজার পৌরসভা নির্বাচনের ৪৩টি কেন্দ্রের সবকটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে ভোট নেওয়া হবে। সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে রেখে গুরুত্ব দিয়ে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তা বলেন, ১২ টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন থাকবে।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৫ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ১৬ জন মহিলা কাউন্সলর এবং ৫৭টি সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করবেন। মেয়র পদে মাহাবুবুর রহমান চৌধুরী নৌকা, মাসেদুল হক (রাশেদ) নারকেল গাছ, জোসনা হক মোবাইল, জগদীশ বড়ুয়া হেলমেট, জাহেদুর রহমান হাত পাকা প্রতীক নিয়ে ভোটে লড়বেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত