বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
এমপি অসীম কুমার উকিল
‘যখন ক্ষমতায় আওয়ামী লীগ তখনই সাধারণ মানুষের উন্নয়ন’
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩, ৮:০৫ PM
‘যখন সরকারি ক্ষমতায় আওয়ামী লীগ, তখনই সাধারণ মানুষের উন্নয়ন’ হচ্ছে বলে জানান এমপি অসীম কুমার উকিল। রবিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলায় একটি রাস্তা ও তিনটি সেতু উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি উপস্থিত তৃণমূলের সাধারণ মানুষের সাথে আলোচনা করতে গিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে গ্রাম হবে শহর। এরই আলোকে সারা বাংলাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলা ও বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান। করোনা ও ইউক্রেন যুদ্ধের জন্য যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল ততটুকু হয়নি এই কথা স্বীকার করে তিনি বলেন, বছর শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারের যতটুকু উন্নয়ন হয়েছে তা নিয়েই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে উপস্থিত সকলের কাছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এমপি অসীম কুমার উকিল।

উন্নয়নমূলক প্রকল্পগুলি হচ্ছে :

১। মোজাফরপুর ইউনিয়নে হারুলিয়া আছিয়া রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে চারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১০০০ মিটার গ্রামীণ রাস্তা, যার চুক্তি মূল্য প্রায় ৬৪ লাখ।

২। মোজাফরপুর ইউনিয়নে আজিজুর রহমান মাষ্টারের বাড়ির নিকট হতে গোয়াল খালের উপর ১৫ মিটার দীর্ঘ  সেতু নির্মাণ, যার প্রাক্কলিত মূল্য প্রায় ৭১ লাখ।

৩। মাসকা ইউনিয়নে পিজাহাতি আউজিয়া সড়কের ঈদগাহ মাঠ সংলগ্ন ইছামতি খালের উপর ১৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, যার প্রাক্কলিত মূল্য প্রায় সাড়ে ৭১ লাখ।

৪। নওপাড়া ইউনিয়নে বহুলী জুড়াইল সন্তোষের বাড়ি নিকট খালের উপর ১৫ মিটার দীর্ঘ  সেতু নির্মাণ,  যার প্রাক্কলিত মূল্য প্রায় সাড়ে ৭৪ লাখ।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, মো. শহিদুল হক ফকির বাচ্চু, শ্রম সম্পাদক মো. সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. জাকির আলম ভূঁইয়া, মো. এনামুল কবীর খান, আব্দুস ছালাম বাঙালি, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় সুধীজন প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত