বিএনপি জামায়াতকে দিয়ে ঢাকায় সমাবেশ করেছে। সমাবেশে ঘোষণা দিয়েছে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করবে। এই ঘোষণাটি বিএনপি জামায়াতকে দিয়ে করিয়েছে, এর অর্থ তারা আবার নির্বাচনকে সামনে রেখে অগ্নি সন্ত্রাস শুরু করতে চায়। সেটিরই ইঙ্গিত তাদের মিটিং থেকে দেয়া হয়েছে।
রবিবার (১১ জুন) বিকাল ৩টায় জেলা শিল্পকলা মিলনায়তে নীলফামারী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা এরকম ঘোষণা দিচ্ছে। তারাই পবিত্র কুরআন শরীফে আগুন লাগিয়ে ছিল বাইতুল মোক্কারমে। তারাই বিশ্ব ইস্তেমা ফেরত মুসল্লীদেরকে আগুনে জালিয়ে পুড়িয়ে ছিল। এরা সমগ্র বাংলাদেশে সাড়ে ৩ হাজার মানুষ পুড়িয়েছে। ৫০০ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এরাই স্কুল ফেরত বালকের উপর হামলা চালিয়েছে। তারাই দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশেষ পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ ধরতে চায়। সুতরাং তাদেরকে আর মাঠ দখল করতে দেয়া হবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিধি হিসাবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিৎ রায় নন্দী, বর্ধিত সভায় উদ্বোধকের দায়িত্ব পালন করেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর এমপি, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, বর্ধিত সভায় জেলার ৬টি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম