বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
হাতিবান্ধায় শিক্ষক দম্পতির ইমেজ নষ্ট করতে ‘তিন প্রভাষকের নীলনকশা’
রকিবুল ইসলাম রুবেল, লালমনিহাট
প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩, ৮:৩১ PM
হাতিবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষক দম্পতির ইমেজ নষ্ট করতে তিন প্রভাষকের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে। আর এই তিন শিক্ষক হলেন, একই কলেজের বাংলা প্রভাষক আসাদুজ্জামান বাবু, ইসলাম শিক্ষা প্রভাষক মাখজানুল হায়াত খান স্বপন ও হিসাব বিজ্ঞান প্রভাষক কল্লোল কান্তি সিংহ।

জানা যায়,গত ২৯ মে হাতিবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষক দম্পতির বিরুদ্ধে প্রাইভেট না পড়ার কারণে ফারিহা ফানসাব রিসা নামের এক ছাত্রীর ভাই উপজেলা নির্বাহী বরাবর একটি লিখিত অভিযোগে বলেন, প্রাণিবিদ্যা প্রভাষক তাসনিম আরা মীম আমার বোনকে তার স্বামী গনিত প্রভাষক কাওলাদ হোসেনের কাছে প্রাইভেট না পড়ার কারণে গালিগালাজ করে প্রাইভেট রুম থেকে বের করে দিয়েছে।

পরে এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ঐ ব্যাচের ৩০ জন ছাত্র/ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ লেখেন। সেই অভিযোগের অনুলিপি ৩ জুন সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ আনিছার রহমানের অফিসে নিয়ে গেলে অধ্যক্ষ আনিছার রহমান বাংলা প্রভাষক আসাদুজ্জামান বাবু, ইসলাম শিক্ষা প্রভাষক মাখজানুল হায়াত খান স্বপন ও হিসাব বিজ্ঞান প্রভাষক কল্লোল কান্তি সিংহকে ডেকে নেন। সেই দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিও বিচার-বিশ্লেষণ করে দেখা যায়, বাংলা প্রভাষক আসাদুজ্জামান বাবু, ইসলাম শিক্ষা প্রভাষক মাখজানুল হায়াত খান স্বপন ও হিসাব বিজ্ঞান প্রভাষক কল্লোল কান্তি সিংহ অধ্যক্ষ আনিচার রহমানের উপস্থিতিতে এই ছাত্রদের নানা বিষয়ে প্রশ্ন করছেন। তারা যে প্রতিবাদ লিখেছে তাতেও তাদের ষড়যন্ত্র মনে হয়। এই অভিযোগের ভাষা তাদের নয় মর্মেও তাদের নানাভাবে কথার মার প্যাঁচে আটকাতে চেষ্টা করেন। এই ঘটনায় উপস্থিত ছাত্র/ছাত্রীরা হতবাগ হয়ে যান। এক শিক্ষকের বিপদে দাড়িয়ে যখন তারা প্রতিবাদে লিপ্ত তখন এই প্রতিবাদকে ষড়যন্ত্র ভেবে শিক্ষকরা নানা প্রশ্নবাণে জর্জরিত করছেন। 

এ বিষযে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্র/ছাত্রী বলেন, আমাদের এখন প্রতিবাদ করতে ভয় করে। না জানি আমাদের কোন বড় ধরনের ক্ষতি না করে ফেলে। শিক্ষকের বিপদে দাড়িয়ে আজ আমরা নিজেরাই বিপদ গ্রস্ত। আর কোন দিন কারো বিপদে দাড়াবো না।

ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে,অধ্যক্ষ আনিচার রহমান ও বাংলা প্রভাষক আসাদুজ্জামান বাবু বলেন, এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামন করে গেল আমাদের জানা নেই। বাংলা প্রভাষক আসাদুজ্জামান বাবু কথার এক পর্যায়ে স্বীকার করেন, ভিডিওতে আমাদের কথাগুলো এভাবে বলা ঠিক হয় নাই। তাতে আমাদের জড়িত মনে হয়। ইসলাম শিক্ষা প্রভাষক মাখজানুল হায়াত খান স্বপন ও হিসাব বিজ্ঞান প্রভাষক কল্লোল কান্তি সিংহর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গনিত প্রভাষক কাওলাদ হোসেন বলেন, আমি ও আমার স্ত্রী প্রাণিবিদ্যা প্রভাষক তাসনিম আরা মিম ষড়যন্ত্রের স্বীকার। সুকৌশলে ছাত্রী দিয়ে আমাদের ফাঁসিয়েছে। এই ভিডিও দেখার পরে আমার আর বুঝতে বাকী নেই কারা এই ঘটনার সাথে জড়িত।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত