বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬:১৪ PM
নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে নিজস্ব হলরুমে অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় ইউএনও পূবন আখতার, থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল, জানো প্রকল্প ম্যানেজার মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন স্যানেটারি ইন্সপেক্টর আল আমিন রহমান।

সভায় প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের কাজের সাফল্য অর্জন করায় তিনজন সিএইচসিপিকে পুরস্কৃত করা হয়েছে। পরে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আল আমিন রহমান সদ্য প্রাপ্ত তামাক নিয়ন্ত্রণ জাতীয় সম্মাননা পুরস্কারটি অতিথিদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উৎসর্গ করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত