নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে নিজস্ব হলরুমে অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় ইউএনও পূবন আখতার, থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল, জানো প্রকল্প ম্যানেজার মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন স্যানেটারি ইন্সপেক্টর আল আমিন রহমান।
সভায় প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের কাজের সাফল্য অর্জন করায় তিনজন সিএইচসিপিকে পুরস্কৃত করা হয়েছে। পরে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আল আমিন রহমান সদ্য প্রাপ্ত তামাক নিয়ন্ত্রণ জাতীয় সম্মাননা পুরস্কারটি অতিথিদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উৎসর্গ করেন।
বাবু/জেএম