সোনাগাজীতে সেচ্ছাসেবী সংগঠন ‘জয় বাংলা সেচ্ছাসেবী ফোরাম সোনাগাজীর’ পক্ষ থেকে অসহায় দুইজনকে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার সকালে সহায়তা প্রদানে জয় বাংলা সেচ্ছাসেবী ফোরাম’র সভাপতি ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আজগর হোসেন ভূঞা, ওমর ফারুক, মোরশেদুল হক মেনন, আমজাদ হোসেন কিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক মীর এমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সাজু প্রমুখ।
বাবু/জেএম