চলমান ডিপিএল শুরুর আগে জ্যোতি জানিয়েছিলেন জিততে চান এবারের শিরোপা। গেল আসরে শিরোপার দৌড়ে থেকেও শেষ পর্যন্ত ট্রফি ছুঁতে না পারার আক্ষেপ ছিল রূপালী ব্যাংকের অধিনায়ক জ্যোতির। তবে এবার ট্রফি জিতে গেল বারের শিরোপা জিততে না পাওয়ার সেই কষ্ট পূরণ করলেন টাইগ্রেস এই ক্রিকেটার।
এবারের ডিপিএলে সপ্তম রাউন্ড শেষে রূপালী ব্যাংক ও গেল আসরের চ্যাম্পিয়ন মোহামেডানের পয়েন্ট ছিল যথাক্রমে ১২ ও ১৩। ফলে শেষ রাউন্ডে দুই দলের মুখোমুখি লড়াই আজ পরিণত হয় অঘোষিত ফাইনালে। যেখানে মোহামেডানকে ৫৩ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে জ্যোতির রূপালী ব্যাংক।
দিনের শুরুতে বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে রূপালী ব্যাংক সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ভারতীয় ক্রিকেটার মুক্তা রবীন্দ্র। ওপেনার ফারজানা আক্তার করেন ৩৫ রান। অধিনায়ক জ্যোতি করেন ১৩ রান। শেষ দিকে তাজিয়া আক্তার করেন ৩৬ রান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন খাদিজাতুল কুবরা, ৩ উইকেট নেন সালমা খাতুন।
মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় সালমা খাতুনের দল। দলের ওপেনার জেসিয়া আক্তার ফেরেন ১৯ রান করে। এরপর তিন নম্বরে নেমে সানজিদা ইসলামও পারেননি ইনিংস বড় করতে, ফিরে যান ১৪ রানে। পরবর্তীতে বাকিদের ব্যর্থতার মিছিলে ৪৬ রান করেন আয়েশা রহমান। শেষ দিকে অধিনায়ক সালমা ১৯ রান করে কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। রূপালী ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিতু মনি। দিপা খাতুন নেন ২ উইকেট।
বাবু/জেএম