বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বগুরায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৭:৫৫ PM
বগুড়ার গাবতলীতে মেয়েকে উত্যক্ত’র প্রতিবাদ করায় ব্যবসায়ী ছায়েদ আলী খুন হন। উক্ত হত্যা মামলায় রনি আহম্মেদ (২৭) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন। রনি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় অপর অভিযুক্ত তিনজন আসামির উক্ত হত্যাকান্ডে জড়িত থাকায় প্রমাণ না পাওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস প্রদান করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ২০১৮ সালে গাবতলীর মুরগী ব্যবসায়ী ছায়েদুলের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করতো রনি আহম্মেদ। ওই বছরের ৫ মে রাত ৮টার দিকে রনি ছায়েদ আলীর মেয়েকে জোরপূর্বক বিয়ে করার জন্য তার বাড়িতে প্রবেশ করে। এসময় ছায়েদ আলী বাধা দিলে রনি তাকে বার্মিজ চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পরে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ছায়েদ আলীকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম গাবতলী থানায় রনিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রনি আহম্মেদের ফাঁসির রায় এবং বাকি তিনজনকে খালাস প্রদান করেন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত