গাজীপুরের টঙ্গীর বনমালা রোড হায়দারাবাদ ব্রিজের দক্ষিণ পাশের এলাকায় ট্রেনের ধাক্কায় জেসমিন আক্তার শান্তা (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ওই নারীর মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে যায়।
নিহত জেসমিন আক্তার শান্তা (৩১) পটুয়াখালী জেলার বাউফল থানার মান্দারবন গ্রামের আজিজ মাষ্টারের মেয়ে। তিনি হায়দারাবাদ দিঘির পার এলাকায় স্বপরিবারে
বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্ষপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ওই নারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় লাশটি উদ্ধার করা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম