শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
সংগীতশিল্পী সারদা মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১:২৯ PM

মারা গেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার সারদা রাজন আয়েঙ্গার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এ গায়িকা। বুধবার (১৪ জুন) মৃত্যু হয়েছে তার।

১৯৩৭ সালে তামিল পরিবারে জন্ম হয় সারদার।  রাজ কাপুরের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। এ পরিচালকই তাকে সংগীত পরিচালক জুটি শঙ্কর-জয়কিশনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সারদা ‘সূরজ’ সিনেমার ‘তিতলি উড়ি’ গানের জন্য রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। এই সিনেমার মাধ্যমেই প্লেব্যাকে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সারদাকে।

সারদা যে সময়ে বলিউডে ক্যারিয়ার গড়েন সেই সময়ে লতা মঙ্গেশকর ও আশা ভোসলের মতো শিল্পীরা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। তাদের মধ্যেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছিলেন সারদা।

সমালোচকদের মতে, লতা ও আশার মাঝে সারদার অন্য ধরনের গলা এক সতেজতা এনেছিল হিন্দি ছবির গানে।

সারদা ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘গুমনাম’, ‘সপনো কা সওদাগর’-এর মতো সিনেমায় গান করেছেন। এ ছাড়া মুমতাজ, শর্মিলা ঠাকুর, রেখা, হেমা মালিনীর মতো অভিনেত্রীদের জন্যও গান করেছেন।

-বাবু/ সাদরিনা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংগীত   সারদা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত