রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কক্সবাজারে ‘বড় ভাইয়ের হাতে’ ছোট ভাই খুন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১০:২০ AM

কক্সবাজার সদর উপজেলায় জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বড় ভাইকে আটক করতে অভিযান চলছে বলে জানান পুলিশ৷

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টায় খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত ছোট ভাই বেলাল হোসেন (৪০) ওই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। হত্যা করে পালিয়ে যাওয়া মোস্তাক আহমদ (৪৫) নিহত বেলালের আপন বড় ভাই।

এবিষয়ে খুরুশকুল ইউপি পরিষদের সাবেক নারী সদস্য সাজেদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক বসতভিটা নিয়ে মোস্তাক ও বেলালের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ছোট ভাই বেলালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বড় ভাই মোস্তাক।

ইউপি সদস্য এম. জানে আলম বলেন, তারা তিন ভাই। বাবা মারা যাওয়ার পরে তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কিছুদিন ধরে বেলাল অন্য এলাকায় গিয়ে আলাদাভাবে বসবাস শুরু করে।

কিন্তু অর্থনৈতিক টানপোড়ানে পরে সেখানকার জায়গাটুকু বিক্রি করে ফেলে বেলাল। পরে নিজের বাবার ভিটেতে বাড়ি করার কাজ শুরু করে ।এতে বাধা দেয় বড় ভাই মোস্তাক।

গত বুধবার এ ব্যাপারে আমাকে মৌখিকভাবে অবহিত করে বেলাল। আমি তাকে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করার আশ্বাস দেই। কিন্তু বৃহস্পতিবার দুইভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে দেখি বেলাল রক্তাত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরে বড়ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আমরা অভিযুক্ত বড়ভাইকে ধরতে অভিযান চালাচ্ছি৷

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত