সোমবার ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
সোমবার ১১ আগস্ট ২০২৫
সীতাকুণ্ডে ইউসুফ হত্যা মামলায় গ্রেপ্তার ২
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩, ৫:৫৫ PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউসুফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। শনিবার বিকেলে বড় দারোগারহাট সহস্রধারা এলাকার পাহাড় থেকে তাদের আটক করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার এয়াকুবনগর গ্রামের নুরুল আবছার ছেলে যুবদল নেতা রবিউল হোসেন বাবলু (৩২) ও মধ্য এয়াকুবনগর গ্রামের মৃত আলী আহমদের ছেলে আলমগীর প্রকাশ পিস্তল আলমগীর (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নুনাছড়া বটতল এলাকার সীতাকুণ্ড পেট্রোল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলের ভেতরে একদল সন্ত্রাসী যুবলীগ নেতা ইউসুফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে ওই মামলার আসামি ওয়ার্ড যুবদলের সভাপতি বাবলু ও পিস্তল আলমগীর পলাতক ছিল।

সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তোফায়েল আহমেদ জানান, পিস্তল নিয়ে আলমগীর ও বাবলু যুবদলের এই দুই নেতা বড় দারোগারহাট থেকে পন্থিছিলা পর্যন্ত সড়ক ডাকাতি করত। এ ছাড়া তারা বারৈয়াঢালা, নতুনছড়াসহ পৌরসভার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে আসছিল। এসব খবর পেয়ে তাদের ধরতে বারবার অভিযান চালানো হলেও চৌকস আসামিরা বারবার পালিয়ে যায়। কিন্তু তাদের পর্যবেক্ষণ অব্যাহত ছিল। শনিবার তাদের অবস্থান নিশ্চিত করেছি এবং জানতে পেরেছি যে বাবলুর নেতৃত্বে যুবদলের অন্যান্য ক্যাডাররা বড় দারোগারহাটের সহস্রধারা ঝর্ণার কাছে স্লুইস গেটের উপর ভারী আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে।

তিনি আরও বলেন, এমন সংবাদের ভিত্তিতে আমি ও সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মুকিব হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ ফোর্সের সহায়তায় গোপনে ওই স্থানে অবস্থান করি। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাবলু পালানোর চেষ্টা করে। কিন্তু আমরা তাকে ধরে ফেলি। একইভাবে গ্রেফতার হন আলমগীরও। বাবলুর পরা লুঙ্গির নিচের পকেট থেকে একটি ওয়ান শুটার বন্দুক ও তিন রাউন্ড গুলি এবং আলমগীরের থ্রি-কোয়ার্টার প্যান্টের পকেট থেকে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি তোফায়েল বলেন, অভিযুক্ত বাবলু ও আলমগীর যুবদলের সক্রিয় ক্যাডার। তারা ২০১৩-১৪ সালে অগ্নিসংযোগের নায়ক। এছাড়াও গ্রেফতারকৃত আসামি বাবলুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি ও হত্যাসহ মোট ১৩টি এবং আলমগীরের বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। শনিবার অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আবারও মামলা হয়েছে। রোববার তাদেরকে কারাগারে পাঠানো হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত