রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
জাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি, দুই জনের কারাদণ্ড
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৮:৫৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে প্রক্সি দেওয়ার অপরাধে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

অপরাধীরা হলেন, সোহেল রানা (৩৩) এবং অপরজন মোস্তাফিজুর রহমান শাকিল (২৪)। সোহেল রানার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। পিতার নাম সোহাগ আলি এবং মাতার নাম আমেনা বেগম। শাকিলের বাড়ি ময়মনসিংহ জেলার ধুপাউড়া উপজেলায়। তার পিতার নাম নরুল ইসলাম এবং মাতা বিলকিস বেগম।

সোমবার রাত ১০টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম সোহাগ এ দণ্ড প্রদান করেছেন বলে নিশ্চিত করেন 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ভর্তি জালিয়াতির সাথে সংশ্লিষ্ট দুই অপরাধীর শাস্তির বিষয়ে বলেন, ‘পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩(খ) ধারা অনুযায়ী ও ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ অনুযায়ী অপরাধীদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে ৩ দিনের অতিরিক্ত কারাদণ্ডে দেয়া হয়েছে।’ এসময় জরিমানার ১০০ টাকা অপরাধীরা জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে বি ইউনিটের ৩য় শিফটের পরীক্ষায় অপরাধী সোহেল রানা, নাজমুল হক নামের এক শিক্ষার্থীর পরিবর্তে ৩০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষা দিতে এসে আটক হন। আরেক অপরাধী মোস্তাফিজুর রহমান শাকিল, মুঈন তাজদীদ মাহি নামের এক শিক্ষার্থীর হয়ে একই ইউনিটের ৪র্থ শিফটের পরীক্ষায় বসে আটক হন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত