বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত ‘জোড়া মানিক’
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৯:১১ PM
কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির, রং কালো। নাম রাখা হয়েছে নখখালীর জোড়া মানিক। জোড়া মানিক গরুটি আসন্ন কোরবানির জন্য প্রস্তুত। জোড়া মানিককে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তার মালিক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের মো. আহাদ মোল্যা।

মঙ্গলবার গরুর মালিক আহাদ মোল্যা এই প্রতিনিধিকে জানান, জোড়া মানিক গরুটির বয়স ৩ বছর, দৈর্ঘ্য ৬ ফুট, উচ্চতা ৫ ফুট, ওজন প্রায় ১০ থেকে ১২ মণ। ষাঁড়টিকে প্রতিদিন প্রায় ৫০০ টাকার খাবার খাওয়াতে হয়। আসন্ন কোরবানির ঈদে তাকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। ক্ষতিকর ও মোটাতাজাকরণের কোনো প্রকার ওষুধ প্রয়োগ ছাড়াই দেশীয় খাবার বিছালী, ঘাস, খৈল, ভুসি, খুদির ভাত, কুড়া ইত্যাদি খাবার খাইয়ে বড় করা হয়েছে। অতি আদর যত্নে লালন পালন করেছি জোড়া মানিককে। জোড়া মানিকের প্রতি অনেক মায়াও তৈরি হয়েছে। বাড়িতে রেখেই তাকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তাকে বিক্রি করতে হবে এ কথা ভেবেই চোখে জল চলে আসছে। 

গরুটির মালিকের দাবি এই এলাকার মধ্যে জোড়া মানিক সবচেয়ে বড় গরু। বিশাল দেহের অধিকারী হওয়ায় প্রতিদিন জোড়া মানিককে দেখতে অনেকেই ভিড় করছেন। মাঝে মধ্যে গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আসছেন গরুটি কিনতে। গরুটির দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা। তবে ক্রেতার দর দামের সুযোগ আছে। কাঙ্খিত দাম পেলেই বিক্রি করতে চান জোড়া মানিককে। জোড়া মানিকের মালিক আহাদ মোল্যার সাথে যোগাযোগ মোবাইল নাম্বার- ০১৭৩৯-৪৩৯১৮৭।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত