বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
নানা অব্যবস্থাপনায় চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়
ইমামুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৭:৩৪ PM আপডেট: ২২.০৬.২০২৩ ৭:৪১ PM
*বিভিন্ন কমিটির ডিন ক্যাটেগরির সদস্য পদ শূন্য
*নিশ্চিত হয়নি ডিনবৃন্দের সম্মানজনক অবস্থান
*একাডেমিক বিষয়েও আলোচনা হয় না ডিনবৃন্দের সঙ্গে 

নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্যে দিয়ে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে ডিন ক্যাটেগরির সদস্য পদের বিধান থাকলেও এ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য  রয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে ডিনদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিশ্বিবদ্যালয়ের শিক্ষকসহ ডিনবৃন্দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।  এ বিষয় নিয়ে বিশ্বিবদ্যালয়ের ডিনবৃন্দ তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মতিন বরাবর পাঠিয়েছেন।

চিঠি মারফত জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে সিন্ডকেট, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, কর্মকর্তা সিলেশন বোর্ডসহ বিভিন্ন কমিটিতে ডিন ক্যাটেগরির সদস্য পদ বহু বছর থেকে শূন্য রয়েছে কিংবা অনেক আগেই মেয়াদ শেষ হয়েছে। গত ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে ডিন থাকলেও এসব শূন্যপদে সদস্যদের মনোনীত করে পূরণ করা হয়নি।

চিঠির সূত্রে আরো জানা যায়,  একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে ডিনদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা হচ্ছে না। গত ২২ ফেব্রুয়ারি  বিশ্ববিদ্যালয় দিবস ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ডিনদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা হয়নি এবং তাদের বক্তব্য দিতে দেওয়া হয়নি। ১৪ মার্চ সমাজকর্ম বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংশ্লিষ্ট অনুষদের ডিনকে সম্মানজনক অবস্থানে রেখে বক্তব্য দিতে দেওয়া হয়নি।

আরো জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ডিনদের সম্মানজনকভাবে দায়িত্ব দেওয়া হয়নি। যদিও এ ভর্তি পরীক্ষা একাডেমিক কার্যক্রমের অন্তর্ভুক্ত, তবুও এসব বিষয় নিয়ে বিশ্বিবদ্যালয়ের ডিনবৃন্দের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। ডিন ক্যাটেগরির সদস্য পদ মনোনীত করা, সম্মানজনক অবস্থান নিশ্চত এবং  কাজের সুন্দর পরিবেশ নিশ্চত করার দাবি জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। চিঠিতে স্বাক্ষর করেছেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন শফিউল আলম, সামাজিক অনুষদের দিল আফরোজ খানম, বাণিজ্য অনুষদের ড. আব্দুলাহ আল মাসুদ এবং জীববিজ্ঞান অনুষদের ড. সুব্রত কুমার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. বদরুজ্জামান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন কমিটিতে ডিন ক্যাটেগরির পদ শূন্য আছে। কেন এ পদগুলোতে সদস্য মনোনীত করা হয়নি প্রশ্ন করা হলে তিনি বলেন,  এ বিষয়ে উপাচার্য ভালো বলতে পারবেন।

নানা অব্যবস্থাপনা ও অনিয়মের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত