পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সারাদেশ থেকে নাড়ীর টানে ঘরে ফেরা মানুষদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে কয়েকটি ধাপে টহল ব্যবস্থা গ্রহণ করেছে পটুয়াখালী পুলিশ।
বিশেষ করে পায়রা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত গোট মহাসড়ক যানজটমুক্ত রাখা, ২৪ ঘন্টা যাত্রীদের নিরাপত্তা দেয়া, নৌপথে আসা যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছানোর জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে শহরের মধ্যে ও মহাসড়কে বেপরোয়া গতি রোধে যানবাহন চলাচলের জন্য নেয়া হয়েছে গতিরোধের ব্যবস্থা। এর পাশাপাশি চুরি ডাকাতি ছিনতাইরোধে কঠোর নিরাপত্তার টহল ব্যবস্থা নেয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। কোরবানীর পশুর হাটে জাল টাকা ব্যবহার যাতে কোন দুষ্ট চক্র না করতে পারে সেজন্য প্রতিটি হাটে বসানো হয়েছে জালটাকা শনাক্তকারী মেশিন।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, পটুয়াখালীবাসী যাতে শান্তিপূর্ণ পরিবেশে কোরবানি উদযাপন করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন পশুর হাটে জাল টাকা ব্যাবহার প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে জাল টাকা শনাক্তকারী মেশিন বসানো হয়েছে।
চুরি ছিনতাই রোধে পশুর হাট, চৌরাস্তা, বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া টহল টিম চক্রাকারে টহল অব্যাহত রেখেছে। কোন প্রতারক চক্রের হাতে কেউ যাতে নাজেহাল না হয় সেদিকে নজরদারি করা হচ্ছে। সড়ক মহাসড়কে ট্রাফিক ব্যাবস্থা জোড়দার করা হয়েছে। সার্বিকভাবে মানুষ যাতে পরিবারের সাথে নিরাপদে ঈদ উৎসব পালন করে কর্মস্থলে ফিরতে পারে সেজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সদর থানার ওসি মনিরুজ্জামানসহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা।
বাবু/জেএম