রাজধানীর উত্তরায় বর্জ্য অপসারণ ব্যবস্থা না থাকায় সড়কের বিভিন্ন জায়াগায় ফেলা হচ্ছে বাসা-বাড়ির ময়লা। এতে পরিবেশ দূষণসহ নানা প্রকার সমস্যা তৈরি হচ্ছে। কোরবানির পশুর বর্জ্য নিয়েও হুমকি রয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪, ৪৫, ৪৭ , ৪৮ ও ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট জায়াগা না থাকায় বিপাকে পড়েছেন খোদ কাউন্সিলরগণ। এমনকি আসন্ন কোরবানীর পশুর বর্জ্য নিয়েও হিমশিম ক্ষেতে হতে পারে বলেও ধারণা করছেন তারা।
উত্তর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডে অবস্থিত বিডিআর কাঁচাবাজারসংলগ্ন ময়লা ফেলার নিধার্রিত স্থান থাকায় বেগ পেতে হয়নি বর্জ্য অপসারণকর্মীদের। সাম্প্রতি ঢাকা ময়মনসিংহ হাইওয়ের সড়ক প্রসস্তকরণ কাজ চলাকালে স্থানটি ছেড়ে দিতে হয়েছে তাদের। যে কারণে নিয়মিত বাসা-বাড়ির বর্জ্য নিয়ে বিপাকে পড়েছেন পরিচ্ছন্নকর্মীরা। বর্জ্য অপসারণকর্মীদের নিয়ন্ত্রণকারী মধ্য আজমপুর কল্যাণ সিমিতির সভাপতি রিয়াজ দেওয়ান জানান, ময়লা ফেলার জায়গা নাই। এক ওয়ার্ডের ময়লা অন্য ওয়ার্ডে ফেলতে দেওয়া হচ্ছে না। কখনো আশুলিয়া, কখনো জিরাবো গিয়ে ময়লা ফেলতে হয়।আবার রাতের অন্ধকারে যেখানে পারেন সেখানে ফেলতে হচ্ছে।
৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন বলেন, জায়গা ছিল না, ৪৫-এর জন্য রাজাবাড়ি একটি জায়গা করা হয়েছে। এখনো যদি ময়লা নির্ধারিত স্থানে না ফেলে, তাহলে আমার তো আর সেখানে বসে থাকা সম্ভব না।
৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর এম শামীম বলেন, আমি মেয়রকে জানিয়েছি। তিনি আবার আমাকে অনুরোধ করেছেন একটা জায়গার ব্যবস্থা করতে। এই ওয়ার্ডে ফাঁকা জায়গা না থাকায় করা সম্ভব হয়নি। তবে রেলওয়ের জায়গা আছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, চেষ্টা চলছে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটির সিইও সেলিম রেজা বলেন, আমরা কয়েকটি ওয়ার্ডে অলরেডি জায়গা করে দিয়েছি। যেগুলোতে নাই সেগুলোতে করার জন্য উদ্যোগ নিয়েছি। এই অবস্থা থাকবে না অতি দ্রুত এটার সমাধান হবে।
বাবু/জেএম