বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি (২০২৩-২৪) স্বাক্ষরিত হয়েছে। ইউজিসির পক্ষে সচিব ড. ফেরদৌস জামান ও বাউবির পক্ষে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এই চুক্তিতে স্বাক্ষর করেন।
গত ২৪ জুন রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের এপিএ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও ফোকালগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথির বক্তেব্য বলেন, বিশ্ববিদ্যালয়সমূহকে কাক্সিক্ষত স্থানে পৌঁছাতে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিয়ে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর পাশে আছে। সরকারি বিধি-বিধান অনুসরণ করে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও অধ্যাপক আবু তাহের।
বাবু/জেএম