রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
আ.লীগ দিনের ভোটে বিশ্বাস করে না : কর্নেল অলি
আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩, ৬:৫৭ PM
আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কাউকে মারার জন্য না,কারও ক্ষতির জন্য না, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমার নেতা কে হবে সেটা আমি ঠিক করবো। আমি অন্য কিছু চাই না,আমি আইনের শাসন চাই,আমি যেন আমার ছেলেমেয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। প্রশাসন দিয়ে যেন আমার উপর অত্যাচার করা না হয়। 

২০১৪ সালের নির্বাচনে ভোটের কোন প্রয়োজন পড়ে নাই, ২০১৮ সালে রাতের বেলাই কাজ শেষ। কারণ আওয়ামী লীগ দিনের ভোটে বিশ্বাস করে না। তারা অন্ধকারে চোরের মতো কাজ সেরে দিছে। এভাবে একটি দেশ চলতে পারে না। ময়মনসিংহ উত্তর জেলা এলডিপির আয়োজনে কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এলডিপির চেয়ারম্যান কর্ণেল অলি আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রবিবার (২ জুলাই) বেলা আড়াইটায় ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের পিতাম্বরপাড়া হুছাইনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে ময়মনসিংহ উত্তর জেলা এলডিপির আয়োজনে উত্তর জেলা এলডিপির সদস্য সচিব আব্দুছ সামাদের পরিচালনায় এলডিপির প্রেসিডিয়াম সদস্য এড. ড. আওরঙ্গজেব বেলাল এর সভাপতিত্বে এ কর্মী সম্মেলন ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়। 

এ সম্মেলনে কর্নেল অলি আহমেদ আরও বলেন, জোর যার মুল্লুক তার। এখানে পুলিশ প্রশাসন দিয়ে, সিভিল প্রশাসন দিয়ে রাজনীতি দমন করা হচ্ছে। এভাবে কয়দিন চলবেন?নমরুদও তো চেষ্ঠা করেছিলো, কিন্তু শেষ রক্ষা হয় নাই। কারও শেষ রক্ষা হবে না।

কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হাশেম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট নিলু, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুবসহ জেলা ও উপজেলা এলডিপির নেতৃবৃন্দ ও জামায়াত নেতৃবৃন্দ অংশ নেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত